সাগর তোমার বিরাট দেহ মেঘভরা ওই মুখ
ঢেউ ভেঙে তার লম্বা করো কান্নায় ভরাট বুক।
কাঁদলে পানি কূল ছেপে যায় আছড়ে পড়ে ঢেউ
তোমার দুঃখ তুমিই বোঝো, বোঝেনা আর কেউ!
সাগর তোমার মস্ত দেহের ভেতর পোরা নুন
তোমার ফিগার দেখলে প্রেমিক বিস্ময়ে হয় খুন!
তোমার বুকে চরে আমি ঘুরতে পারি দেশ
তুমিই কেনো টাইটানিকের জীবন করো শেষ!
সাগর তোমার ছড়িয়ে আছে সারাদেহে রূপ
রাগলে সাগর তুমি আবার বিধ্বংসী হও খুব।
তুমিই তুমুল নিম্নচাপে সৃষ্টি করো ঝড়
কূল ছাড়িয়ে গাঁও গেরামের ভাঙতে থাকো ঘর।
সাগর তোমার বিরাট দেহের বুঝিনা তার সব
তোমার এত শক্তি- তোমায় সৃষ্টি করলেন রব!