স্বাধীনতা বুকের মানিক স্বাধীনতা আদর,
স্বাধীনতা মায়ের, বোনের, শীত আরামের চাদর।
স্বাধীনতা ভেসে চলা স্বাধীনতা হাসা
স্বাধীনতা পাখির ডানা অনেক ভালোবাসা।

স্বাধীনতা রক্ত ঢালা স্বাধীনতা আগুন
স্বাধীনতা তৃষ্ণা মেটায় একাকীত্বের ফাগুন
স্বাধীনতা শোনে না তো কোনো বাঁধা বারণ
স্বাধীনতা শত্রুদের-ই গলার কাটার কারণ।

স্বাধীনতা দখিন বাতাস বসন্ততে বোনা
স্বাধীনতা অনেক দামী স্বাধীনতা সোনা
স্বাধীনতা কাশের হাসি স্বাধীনতা বুকের
স্বাধীনতা অনেক ত্যাগের স্বাধীনতা সুখের।

স্বাধীনতা মুক্ত বাতাস স্বাধীনতা মধুর
স্বাধীনতা বৃষ্টিধারা মেঘ বালিকা বধুর।
স্বাধীনতা কাঁচা সোনা স্বাধীনতা পাখির
স্বাধীনতা পরশ পেয়ে শান্তি মেলে আখির।