কোন বাগানের মৌমাছি যায় কোন বাগানের ফুলে
কোন ভাষাতে মনের কথা বলতে থাকে ঝুলে।
কোন সবুজে গাছের পাতা অক্সিজেনে দোলে
কোন টানেতে হাজার পাখির ছানাগুলো কোলে!
জাগে যখন বুকের ব্যথা, মুখের ভাষায় ফোটে
কোন নিয়মে বলতে কথা মুখ ছেড়ে দেয় ঠোঁটে!
হোঁচট খেয়ে পড়লে শিশু কি শোনা যায় কানে
কান্না থামায় মায়ের আদর, কোন ভাষাটির গানে!
দাদুভাইয়া যাদুভাইয়া মনের কথা বলেন
আমার দেশের প্রতিবেশী যেপথ দিয়ে চলেন-
পথেঘাটে, লঞ্চে-মঞ্চে খেলার মাঠে হাসায়,
বুঝতে মোটে হয়না কারো সে কোন মধুর ভাষায়!
কোন ফাগুনের আগুন ছোটে হরতালের মাঠে
কোন ভাষাটা পায় খুঁজে ওই ছাত্রগুলো পাঠে!
কোন আকাশে মেঘের শাদা পালকিগুলো ভাসে
মায়ের গাওয়া কোন গানেতে ঘুমটা চলে আসে!