শীতের সময় ভোরের সময় রাতের সময় ঘুম
মিষ্টি শীতের পরশ গায়ে কী করে দেয় চুম!
সবুজ সবুজ ভোর
কাটেনা তো ঘোর
কাজল কালো রাতের আবেশ মনে বাড়ায় জোর।
জোনাক জোনাক আলো যখন কপালে দেয় টিপ
পুঁটি জ্বলা একটা পুকুর হয়ে ওঠে দ্বীপ।
কপাল যখন চাঁদ
ঘুমটা হয় বরবাদ
দেখতে এ রূপ আমার তখন বাইরে যাওয়ার সাধ।