বিয়ে করতে সাধ জেগেছে মেয়ে বুনো হাতির
বর হিসাবে করলো চয়েস বুড়ো হাতির নাতির।
পছন্দ না অমন বরের মা হাতি আর বাবার
ও বর ছাড়া মেয়ে হাতি খাবে না আর খাবার।
পড়শী যারা শুনছে তারা বলছে কথা নানান
ও বর নাকি পারে নাতো পড়তে পড়া বানান।
বনের সেরা ফোর টোয়েন্টি সালাম দেয়না স্যারের
চশমাখানা রাখে তারই উল্টোপাশে ঘাড়ের।
মানুষ দেখলে হয় সে মাতাল সারাবনে তাড়ায়
ছুটি হলে বিদ্যালয়ের সামনে গিয়ে দাঁড়ায়।
হাতির নাতি দুষ্টুছেলে পুরো বদের নাজির
কাজ করে না অকাজে সে সবার আগে হাজির।
তারপরেও হাতির মেয়ের পছন্দ ওই বরের
কাজ গোছাচ্ছে নিয়মিত বাইরে এবং ঘরের।
বদ নাতিকে করলে বিয়ে কী হবে ওই হাতির
এইবারে কী উধাও হবে বিশালাকার জাতির!