রত্ন যখন চিনতে পারে আমাকে
খারাপ বলে দুষতে থাকে মামাকে
তলক হয়ে বসে থাকে তামাকে।
তামাক তেঁতো তলকভাঙা ঝাঁঝালো
কেনো আমায় তারই মতো বাজালো
নাকি তামাক তারই মতো সাজালো!
বক্তা কথা বলতে থাকে জোরালো
আগুনঝরা কথায় মাথা ঘোরালো
সাপোর্টগুলো মাথায় যেন পোরালো!
কাটার ডগা অনেক বেশী সূচালো
কেনো এসে ভোতা মাথা উঁচালো!
রত্ন চেনার সাধ আমাকে ঘুচালো!