রোবট হলো যন্ত্র মানব
মন্ত্র ঠাঁসা পেটে
এক নিমিষেই কাজ করে দেয়
যন্ত্র ঘেঁটেঘেঁটে।
রোবট এখন কর্মচারী
অফিস যেন শুধু তারই
কতশত কাজ করে যায়
হোটেল বয়ের মতো
রোবট আবার শক্তি সেরা
দানব আছে যত।
থাকলে রোবট আমার কাছে
আমিই হতাম সেরা
গল্প-গানে তখন সময়
সঙ্গ দিতো এরা!