অজস্র ঘাম
জমা কষ্ট প্রতিযোগিতা করে দেহের সাথে
তুমি ভুল করে পানি বলতে দ্বিধা করো না!

পানি যদি সমস্ত শরীরের প্রস্বেদন কমায়-
উৎপত্তির সারকথা জানতে চাইবে না!

কিন্তু
মেঘ তো ঘামের সাথে
কখনও এক হতে এলো না;বিপরীত জোয়ারে তারা জোর প্রতিদ্বন্দ্বী

বিগলিত কার্বন কণায়ও থাকে তার অজানা গল্প।

উচ্ছিষ্ট সরোবরে জন্ম নেয় বুঝি-
বেদনাহত বুকের বিষবাষ্প!

তাই, কষ্টময় ক্লান্তি ছুঁয়ে ওটা বের হয় বুকের পোড়া নির্যাস!
শুঁকে দেখো— এতে, ছোপ ছোপ হৃদয়পোড়া গন্ধ!