রাতের আকাশ চাঁদের আকাশ মিষ্টি হাসা চাঁদ
চাঁদমামাটার কাছে যেতে আমার বড় সাধ।
চাঁদের পাশে তারার মেলা সাদাসাদা ফুল
ও ফুল তুলে আমার কানে বানিয়ে নেবো দুল।
ঝিঁঝিপোকা রাতের পাখি শুনিয়ে যায় গান
ঝর ঝরিয়ে যায় যে তখন আমার দুটি কান।
এসব দেখে আমি ঘুমে যেই হয়ে যাই কাত
পাহারাতে চাঁদমামাটা কাটিয়ে দেয় রাত!