তুমি বলেছো- রহমান
সাওম আমার জন্য এবং
আমি দেব তার প্রতিদান।
আহলান সাহলান এলো মাহে রমাদান।
যখন রাত্রি নিজ্ঝুম
একা পড়ে তাহাজ্জুদ
কেটে যাবে যত ঘুম
আজ তোমার নামে দিতে চাই
জীবনটা কোরবান।।
তারাবিহ ইফতার
মুমিনের কাছে সব
খুবই মজাদার।।
খুশি খুশি আজ দিন
গোনাহখাতা সব আজ
শোধ করে দাও এ ঋণ।।
তোমার থেকে নিয়ামত
নেমে এলো এই মহাদান।।