রাজুদের ইশকুল ছুটি হলে পরে
ছুটে নয় হেঁটে রাজু ফিরে আসে ঘরে।
বন্ধুরা কেউকেউ পিঁছে তাড়া করে
তাই দেখে সব্বাই হেসে হেসে মরে।
ফলগুলো আমগাছ-জামগাছ ডালে
ঝুপঝাপ যাচ্ছে তা সকলের গালে।
কেউকেউ ঝাঁপ দেয় পুকুরের জলে
রাজু তাই থাকে না সে দুষ্টুর দলে।
রাজুদের মাঠ বড় বিকালটা হলে
খেলা শেষে ফিরে আসে একাকী সে চলে।
কেউ কেউ খেলে খেলা রাত নেমে আসে
ঠান্ডায় জমে তারা খুকখুক কাশে।
রাজু হলো ভালো ছেলে পড়াশোনা করে
রোজ তাই স্যার তাকে বুক পেতে ধরে।