জ্বর এসেছে সিংহরাজার কাঁপছে সারা বন
বনের সাথে কাঁপছে শরীর কাঁপছে হার্টও মন।
সিংহরাজের জ্বর
কাঁপতেছে থরথর
তাই সারাদিন সিংহরাজা ছাড়ছে না আর ঘর।
বদ্যি ডাকো ব্যস্ত করে কুনোব্যাঙের তাড়া
কেমনে চলে রাজ্য বলো রাজা মশাই ছাড়া
বদ্যি এলো সাপ
বাপরে ওরে বাপ-
ওষুধ খেয়ে জ্বর সেরেছে বাড়লো মাথায় চাপ।
বন চালাতে বিকল্প এক রাজা হলো খোঁজা
রাজা ছাড়া বন চালানো অত কী আর সোজা!
গাধায় নিলো ভার
রাজ্য এখন তার
সিংহ রাজের রাজ্য এবার হয়েছে ছারখার!