পাখনা মেলে গাছের পাখি আকাশ দেখে ঘুরে
বকের সারি পাখনা মেলে যায় যে কত দূরে।
চড়ুই ওড়ে বাবুই ওড়ে
বুলবুলিও হাওয়ায় চড়ে
কোথায় কোথায় হারায়
শকুনগুলো উড়তে উড়তে দেশ মহাদেশ ছাড়ায়।
কত্ত পাখির ওড়া দেখে পুঁটির ছানা ভাবে
আমিও তো উড়তে পারি ওইতো ওই ওভাবে।
যেমনি ভাবা অমনি ছানা
মেলতে চাইলো কানকো ডানা
উঠে এলো ডাঙায়
আর ওদিকে মা পুঁটিটা চোখ দুটো তার রাঙায়।
পুঁটির ছানা উড়তে গিয়ে শুকনো ডাঙায় হাঁপায়
মা পুঁটিটা ডেকে ডেকে ডোবার পানি কাঁপায়।
চেষ্টা করে পুঁটির ছানা
উড়তে পারলো! কই সে, না না!
করলো শরীর ক্ষত
বললো, আমি চাই না যে আর ওই যে পাখির মত।