কোথায় আছো কেমন তুমি কোথায় আছো কেমন
এখনও কী তেমন আছো আগে ছিলে যেমন!
অনেক দূরের মানুষ তুমি হয়ে গেলে এখন
আপন ভেবে ভুল করে যায় বাঁধ না মানা এ মন।
তোমার তুমি ঠিক ছিলে আর আমার ছিলাম বাজে
বেকার হয়ে তোমার পাওয়া আমার কি আর সাজে?
এক নিমিষে বদলে গেলে ঠাঁয় দিলেনা মনে
ঘোমটা দিয়ে হয়ে গেলে চাকরীওয়ালার কনে।
জীবন আমার তোমার ছাড়া এতই হলো নাজুক
জীবন তোমার এই কামনা নৃত্য হয়ে বাজুক!
আড়াল থেকে দেখলাম আমি মিষ্টি তোমার হাসি
চলুক তোমার এমন করে ভালবাসাবাসি।
যেথায় আছো ভালো থেকো ভালো থেকো প্রিয়
আমার থেকে দূরের স্মৃতি পাঠিয়ে দিলাম নিও!
নতুন ঘরে পুরনো ভুলে ফুলের মত ফোটো
আগের মতো গল্প শুনে নেচে হেসে ওঠো।