চাঁদ সুন্দর আর ফুল সুন্দর
রাত সুন্দর আর ঘর সুন্দর
এত সুন্দর ধরা এত সুন্দর ধরা
সবথেকেও প্রভু তুমি আরও সুন্দর।।
আলহামদুলিল্লাহ প্রভু আলহামদুলিল্লাহ
শেষ হবে না কোন প্রশংসার
মাটি সুন্দর আর গাছ সুন্দর
সাগর সুন্দর আর মাছ সুন্দর
এত সুন্দর ধরা এত সুন্দর ধরা
এরমাঝে থেকে নেচে ওঠে অন্তর।।ঐ
নদী সুন্দর আর পাহাড় সুন্দর
সৃষ্টির সবথেকে মানুষ সুন্দর
আকাশ সুন্দর আর তারা সুন্দর
গ্রাম সুন্দর আর পাড়া সুন্দর
এত সুন্দর ধরা এত সুন্দর ধরা
সবথেকেও প্রভু তুমি আরও সুন্দর।