প্রজাপতি তুমি চেনো
মিষ্টি মধুর ফুল,
আমায় তুমি চিনতে কেনো-
এতই করো ভুল!
তোমার ডানায় কত্ত রঙের
ছাপা ছাপা দাগ!
আমায় পারো! বন্ধু হয়ে-
সেই রঙেরই ভাগ!
প্রজাপতি তোমার গায়ে
ওয়াও! কী রঙিন ফুল!
আমায় তুমি সঙ্গে নিবে?
এই পরেছি দুল!
যেদিক ফিরি সেদিক আমি
দেখতে তোমায় পাই
প্রজাপতি তোমার সাথে
বন্ধু হতে চাই!