ঘাসের ডগায় বসত করে পোকা
নাদুসনুদুস প্রজাপতির খোকা।
এঘাস ওঘাস সময় পেলে হাঁটে
দিনটা তারই এমন করে কাটে।
ক্ষুধা পেলে খোকা কেবল ডাকে
খুঁজতে থাকে প্রজাপতি মাকে।
এত বলি- "ঘাসের ডগা খাবি,
এর চেয়ে বল, মজার কিছু পাবি?"
ভাবতে থাকে গজাবে কী ডানা!
উড়েই যাবে দূরের দেশ অজানা।
অজানাতে হারিয়ে যাবে পোকা
এমন সময় মা পিঠে দেয় টোকা!