একতরফা হলে প্রেম কখনও টেকে না!
আর কত!
একাকি ভালোবাসবো!
ভালোবাসি বলে তুমি অন্যের অপেক্ষায় থাকো
অন্যকে সময় দাও
হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারে ঘন্টার পরে ঘন্টা এক্টিভ থাকো,
কাকে নিয়ে তোমার এত মাতামাতি!
বললে তো হয়;তুমি আমারে চাও না
পাঁচ-সাতদিন পরে একবার এসে আমার মেসেজ পড়ো
আর বলো- কেমন আছো!
আমি আনন্দে, খুশিতে অভিমান ভুলে মেতে উঠি তোমার ছোঁয়ায়
এই সাতদিনে তোমার না পড়া লাইকসহ চার'শ একচল্লিশ মেসেজ সীন হয়- ভুলে যাই এসব কথা।
বেশ সতেজতা ফিরে আসে কথা বলে।
কিন্তু হঠাৎ তোমার প্রস্থান হয়! আবার একাকিত্ব! আবার নিঃসঙ্গতা!
হয়তো পাঁচ অথবা সাতদিন পরে বলবে- কেমন আছো?
এভাবে আর পারি না।
তোমার প্রেমহীন সংলাপে আমার
মরিচা পড়া মন আরও ইতস্তত ধোঁয়াটে হয়ে যাচ্ছে...