এসেছি এই পৃথিবীতে
দুদিনের মেহমান,
কেউ আগেতে- কেউবা পরে
করে দেহ প্রদান।


আমি পাপী ক্ষমা করো
যত ভুল ও ভ্রান্তি,
ভালো কাজে বিনিময়ে
দিও তুমি শ্রান্তি।


মেওয়া ফলে জানি আমি
সব কা্জে সবুরে,
সহজ করে দিও প্রভু
সওয়াল ওই কবরে


গুণগানে করি সদা
যত আছে সাধ্য,
তুমি আছো জীবনে্তে
মরণে আরাধ্য।


যেন পারি নিতে আমি
ওই নামই শেষ টায়,
সবক্ষণেতেই আছো প্রভু
নিজ এই চেষ্টায়।