আকাশের চাঁদ হৃদয়ের মাঠ ধোঁয়া ওঠা চা'র পাতা
বিস্তর সুখ লালে টুকটুক ছেয়ে রাখে কার ছাতা!
ছাতাটার ডাট ধরা এই হাত কতদিন গেল বসে
পথহারা এই পথিকের তবে জীবন যাবে কি ধ্বসে?

অমানিশা ঘোর ভরা অন্তর কার দিকে রাখে মুখ
যেদিকেতে চাই শুধু নাই নাই ভারী হয়ে যায় বুক।
কত মায়া আর কত সুখছায়া মরীচিকা হলো মাঠে
মনহারিণী দিনটা আমার পাগলের মত কাটে।

ডানাকাটা পরি হাত দিয়ে ধরি নিরাশার যত প্রেম
খালি হাত ফিরে আসে এই নীড়ে কংকালসার ফ্রেম।
আকাশের চাঁদ ভেঙে যায় বাঁধ ছোপ ছোপ গেলা রাতে
কল্পনার দুই চোখ ফেলে যায় ঢোঁক দুঃখ বেদনার সাথে।