জগতের বিস্ময়তা নিয়ে ভাবছি
আমাদের পরিবেশ বিজ্ঞান হলো
কিন্তু আমি মানুষ হতে পারলাম না!
বিজ্ঞান আকাশ সমান জ্ঞান আনলো
গবেষণায় নতুন দিক আনলো
কিন্তু আমার দায়িত্বশীল জীবনী শুধু
শেকড় ধরে খনিজ লবণ শোষণে
ব্যস্ত হয়ে থাকলো
নিরেট সাগরে এত ঢেউ
গুণে শেষ করতে পারে না মাছ
কিন্তু আমি শেষ করে ফেললাম মানবতার উষ্ণ দেয়াল
অমানবিক আত্মার জুলুম হয়ে