মদের বোতলে ছিপি আঁটা
ভেতরে তাকিয়ে দেখি সারিবদ্ধ কবর!
আমি মদের পুরো বোতল ঝাঁকিয়ে দেখি-
নিষিদ্ধ নগরের অজানা কৌতুক, কানাকানি করছে
গেলাসভরা নদীতে কূলহীন সাগর।
একেকটা নদী পেরিয়ে ওপাশে দেখি সাগর
তারপাশে তীর
তীরের পাশে সারিবদ্ধ কবর
আমি সাগরভরা জলে মদের অস্তিত্ব টের পাই
আর-
ছিপি খুলে দেখি জীবন্ত ফুটফুটে লাশ!