আমায় তুমি ঘুরিয়ে দিলে
ঘুরতে থাকি জোরে,
থামার কথা বললে থাকি
মড়ার মতো মরে।

আমিই যেন হুকুম মেশিন
হুকুম দিলে চলি
শেখায় যেমন হুকুমদাতা
যা বলে সে বলি।

কেন হলাম পরের গোলাম
পরের লাঙল ঘাড়ে
আমার মাথায় আমার কাঁঠাল
খেয়ে তাকায় আঁড়ে।