ঘাস দুলদুল মটরশুঁটি
ফড়িঙ মিয়ার বাড়ি
দুবলা তলায় খাবারদাবার
লম্বা তোলা খাড়ি।
কিন্তু নীচে ফুটো হয়ে
হচ্ছে উধাও খাবার
কোন বানোয়াট চোর ব্যাটা রে
করছে তা সে সাবাড়!
ধরতে ফড়িঙ মাকড়শাকে
করলো যখন ভাড়া
পিলপিল পিল পিঁপড়া দিলো
খাবার গাঁদি নাড়া।
ফড়িঙ তখন বাইরে এলো
পিঁপড়া গেলো বাড়ি
পেছন থেকে লাগলো তাদের
তুমুল মারামারি।