পাখিদের ঠোঁট আছে ঠুকঠুক খায়
কিছু পাখি শিষ দেয় আর গান গায়
টুনটুনি টুনটুন
বাবু'য়ের গুণগুণ
চামচিকা চাম
এইভাবে উঠে আসে পাখিদের নাম।
পাখিদের হাসিখুশি কিচিমিমিচি ডাক
কিছু পাখি মৌমাছি মধুভরা চাঁক
ডানা মেলে উড়ে যায়
খেলে খেলে গান গায়
পাখিদের রক-
দম ফেলে উড়ে পাখি করে কক্ কক্।