আল্লাহ আমি তোমার তরে
করি মোনাজাত,
আমায় তুমি ক্ষমা করো
পাই যেনো নাজাত
মালিক তুমি ক্ষমা করো
করি ফরিয়াদ।।

যেমন পানি সাগর ফুলে
ফেপে ওঠে ঢেউ,
পাপের ভারে আমি যেনো
পাপিষ্ঠ এক কেউ।
গাফুর নামের ওছিলাতে
কবুল করো হাত।

কেউ জানে না আমি জানি
কী করেছি সব
টুকরো যত পাপের খাতা
জানো তুমি রব
পাপ ছাড়িয়ে যায় আমাকে
পাহাড় নদী চাঁদ।।

পাপ রয়েছে চাঁদর মুড়ে
আমার সারা গায়
পুন্য তো নেই শূন্য খাতা
আমল কোনো নাই।।
মালিক তুমি ক্ষমা করো
তুলি দুটি হাত।।