ডোবার জলে বসত পুঁটির
তিন সদস্য তারা,
খাদ্য খাবার ফুরিয়ে গেছে
দেখবে তাদের কারা!
হাড় জিরজির তাদের শরীর
পায় না তারা একটা বড়ির
দেখা ডোবায় মোটে,
শান্তি পেতে এদিকওদিক
ডোবার ভেতর ছোটে।
তিন সদস্যের দিন কাটে না
অভাগা ওই পুঁটির
খাবার দিতে চাই যেতে চাই
ধার ধারিনা ছুটির।