সাহস থাকলে বুকে
অত্যাচারীর বিষের বাশি
দিতে পারো রুখে

অত্যাচারী জিততে থাকে
সারাদিনের খেলায়
আর তখনই ঢেঁকুর তোলে
অহংকারের মেলায়।

জিতে জিতে অহংকারের
পাল্লা শুধু বাড়ে
পরিশেষে মিথ্যামাখা
অত্যাচারী হারে।

মিথ্যা হারে জানো?
ভয়ের কথায় কেনো তবে
অত্যাচারী  টানো?