অরণ্য তার ছাড়লো পাতা কচি ডগায় ফুল
গাড়লো আসন ঢুকলো দেখি মাটির নীচে মূল।।
মূলের ডগা তুলছে লবণ, পানি, ভিটামিন
এমন করে কাটছে সময় বছর, মাসও দিন।
অরণ্য তার বিকট দেহে চাতাল ভরা সুখ
আকাশমুখো হাঁটার গতি উদ্যত তার মুখ
মুখের হাসি দেখলে ডাকে কেশ ছড়ানো মেঘ
আনতে পারে পরিবেশে শীতল হাওয়ার বেগ।
ফুল ফুটিয়ে ডাকতে থাকে পাপড়ি দুলে আয়
যত যত শত পথিক তার নীচে যে যায়।
অরণ্য তার চুলের ভারে সবুজ রাখে বন
ওরা ভালো থাকলে আমার ভালো থাকে মন।