বিষাক্ত ছোঁয়ায় যদি নিষিদ্ধ প্রেমের জমাট পাথর গলে যায় তবে,
আমি হতে চাই পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ হিমগিরি- দুস্তর হিমালয়
সংকটময় সময় যতই কাছে আসে
বালুময় মন যেন দুমড়েমুচড়ে একাকার হয়ে যায়
তখন আকৃষ্ট চাঁদ মহড়া দেয় দিগন্তের আকাশকে

তাই
সহজ শর্তে হতে চাই- জমজম কূপ
ধূয়ে মুছে পাক করে দিতে চাই আমার সব পাপ রাশি