মায়ের বকুনি- মানে ভিন্নকিছু শেখা
তবুও শুনতে শুনতে গা ঘিনিয়ে যায়!
সেদিন যখন মা আমাকে চোখ রাঙালো-
আমি পালিয়ে গেলাম
মা-কে প্রশ্ন করি-
ভয়ে ভয়ে বুকটা তো কাঠ
আর কত ভয় দেখাবে আমার!
মা; ভাইয়াকে বকে, আপুকে বকে, বাবাকে বকে-
সারাদিন বকবকবক...
বকতে বকতে একদিন মা বিকল হয়ে গেলো—
আর আমি– বকা না শুনেশুনে বধির হয়ে গেলাম!