অনেক ত্যাগের স্বাধীনতা পেলাম হাতে আবার
অনেকদিনের পরে পেলাম দেখা আমার বাবার।
স্বাধীনভাবে দেখছি সবার দেখছি দেশের ছবি
মুক্তহাতে লিখতে পারছি ভাবনা যত সবই।

আবু সাইদ ত্যাগের প্রতীক স্বাধীনতার গুরু
তোমার ত্যাগের পরে থেকে রক্ত দেয়া শুরু।
তারও আগে তারও পরে শহীদ হলো কত
তাঁদের দানে দেশ পেয়েছি চিরদিনের মত।

যায় না যেন কক্ষণও দেশ রাক্ষসীদের হাতে
খুনীগুলো রক্ত খাবে,গোশ্ত খাবে ভাতে।
রক্তখেকো ডাইনী যদি আবার জেগে ওঠে
আন্দোলনের বুলি তুলো আগুনঝরা ঠোঁটে।