পৃথিবীটার আকাশ কেমন
পৃথিবীটার ফল
এই পৃথিবী দেখতে কেমন
দেখতে কেমন জল।
গাছের পাতার রঙটা কেমন
দেখতে কেমন মা
দেখতে কেমন চাঁদ তারারা
আজও দেখলাম না!
জন্ম থেকে এই পৃথিবীর
আলো দেখলাম না
কেমন আছে পড়শী আমার
কেমন আমার গাঁ।
জন্ম থেকে দেখছি না হায়
অন্ধ আমার চোখ,
তোমার দেখায় আমার চলায়
বিশ্ব দেখা হোক।
”সহমর্মিতার সংবেদন "