ওগো রহমান ওগো রহমান
নিজ হাতে দিলে তুমি এই রমজান।।

তুমি দিলে রোজা আর সুরভিত রূপ
অবারিত জেগে রই কার ধ্যানে খুব
ইফতারে জেগে ওঠে সিয়ামের শান।

দিলে তুমি সংযম দিলে তুমি রাগ
হিংসাকে দিলেনা কারো সাথে ভাগ।।

কাধ মেলা ইবদাত মেলেছি এই হাত
কেটে যাক এইবাবে আপোষহীন রাত
সপেছি এই অন্তর কণ্ঠের গান।।