ব্রিফকেসে ভর্তি মোহর আর মায়া
তামাকে ভর্তি তলক
মাথায় ভর্তি চুল
আটপায়ে মাকড়শা চলে যায়
আটকানো সুতো গজিয়ে গজিয়ে
শক্ত চোখে স্বপ্নগুলো পিঁপড়ার মতো পিলপিল করে

এসব ভর্তি উঠোনে নামুক শুধুই নীরবতা
তবু
মায়াবি পর্দায় নামে ভোর
আগুন গোজা সময় যেন থমকে দাঁড়ায়
পূর্ণ নৃশংসতায় জীবন জাগে যেন
অপূর্ণ হতাশায়

তবু সত্যের কবর রচিত হয়
ডালপালাহীন কণ্টক বিছানায়
তাই ব্রিফকেস ভর্তি
প্রেমে আসে দুর্ধর্ষ তলক