অদম্য এক ইচ্ছে ছিলো মনে
সবুজ বনে হরিণ যেমন ছোটে
পাতার ফাঁকে রোদের কুচিগুলো
যেমন করে ঝলক দিয়ে ওঠে।

মুক্ত হাওয়ায় ভাসন্ত যে চিল
মাইল ছেড়ে দেয় যে মাইল পার
এমন করে চাই হতে চাই এই
বিশ্ব দেখার দূরন্ত দুর্বার।

খোলস ছেড়ে বের হয়েছি আজ
দু'হাত মেলে হাত করেছি ডানা
সাগর তুফান আগলে নেবো ঠিক
কেউ কি বলো করবে আমায় মানা!


ব্যস্ত নগর ঘুমিয়ে গেলে রাত
আর ডাকেনা পাঁচিলে দাঁড়কাক
মাথায় তখন ইচ্ছেগুলোর সুর-
করতে থাকে কেমনই ঘুরপাক।