সূর্য আমার অদলবদল করে দিলো মন
মন খারাপের সঙ্গী হলো ঝুমকোলতা বন!
ঝুমকোলতা গোলাপ জবা কৃষ্ণচূড়া ফুল
আমায় ছাড়া তারা নাকি নড়বে না একচুল।
বিষাক্ত এক নাটার কাটা ফুটিয়ে দিলো হুল
আর আমাকে মন খারাপের পরিয়ে দিলো দুল।
সন্ধ্যা যখন নিয়ম করে টানলো শেষের চেন
বাজলো তখন মনে আমার জমকালো সাইরেন!