বাতাস সবসময়
একদিক দিয়ে প্রবাহিত হয় না।
দখিনা বাতাসে গা এলিয়ে বেশ ফুরফুরে আছো
একদিন না একদিন প্রবাহিত হবে দখিনা বাতাস।
অবহেলার দহনে জ্বেলে যখন করেছো অঙ্গার
আর হয়েছি আমি পোড়ানো মোমের জল
মনে রেখো এই জল একদিন নতুন আলো দিবে
এ আলোর চারপাশে থাকবে আলোর পরিমন্ডল
শুধুই আলো, আলো আর আলো
তোমার থেকে নিংড়ে আসবে সব আলো
তখন আমার
তোমাকে দেয়ার মত কিছুই থাকবে না
নিঃশেষ আমার বুক;তুমিহীন অঙ্গারের ছাঁইয়ে রবে না
তোমার কণা!
তখন ভাববে–
যেন ফেরত সেই অবহেলার সুর
না!
আমারতো চাওয়া—
তুমি ভালো থেকো!
পুরাতন কিছু, বুকে আগলে নিয়ে...