রিমঝিম বৃষ্টি
থলথলে কাদা
ধোয়াশায় চারপাশ
পথঘাট সাদা।

দেখা নেই সূর্যের
কতদিন বসা
ডিস্টার্ব করে পাশে
এডিসের মশা।


ভোর থেকে সন্ধ্যা
রাত থেকে ভোর
নেই কোনো ফুসরত
ঝরছে অঝর।

পাল ছেঁড়া নৌকায়
মেরে যাই টাল
অবিরাম বর্ষায়
ছিঁড়ে যায় চাল!