সহজ প্রশ্ন দুঃসহ সমাধান
আবার পৃথিবীতে নামাতে চাই সচেতন কলহ
আমার গৃহ হয়ে উঠুক
গ্রীনহাউজ করিডোর
তাই নামতে থাকুক সাদাটে ভোর
তখনও প্রশ্নের জর্জরিত দেয়াল জুড়ে
সতেজ ব্যস্ততা
গলগল করে নামে অদেখা স্বপ্ন
চোখগুলো তখনও নখের আলাপে জাগ্রত
এসময় আমার চকিত মুখে, যেনো জেগে আছে
ইস্টিমারের আঘাত!