বছর গেলো চলেই গেলো
কোথায় গেলো কোথায় গেলো,
স্মৃতির ভীড়ে মুখ লুকালো-
ইশ!
আজকে হঠাৎ মনের পাতায়
নতুন দিনের সাদা খাতায়
লিখতে হলো লিখতে হলো
দুই হাজার চব্বিশ!
বছর গেলো এইতো গেলো
সেইতো ছিলো ঝকমকানো
মিষ্টি মধুর দিন
নতুন বছর আনুক ফিরে
জীবনটা রঙিন।