গাছের ডগায় পাতার পিঠে দিচ্ছে উঁকি রোদ
ঝকমকিয়ে উঠছে পাখি কাটছে অবরোধ।
শিশির ঝরায় বকুলপাতা
ব্যাঙ লুকালো গর্তে মাথা
সতেজ করা সোনার সকাল তুলছে যেন হাই-
হেমন্তটা আনলো যেন শুভ্র বরফ চাই।
ভীনদেশী ওই পাখির ঝাঁকে উচ্ছ্বসিত ঢেউ
নীল কালিতে আকাশখানি রঙ করেছে কেউ
বিজলি ঝিলিক সোনার ধানে
মনটা পাখির সেদিক টানে
ডানায় ডানায় শান্তি ছোঁয়ায় উড়তে থাকে চিল
শীতের আকাশ করলো যেন হেমন্তকে নীল!