বিদ্ধ বুকে বুলেট আছে কণ্ঠে আছে ধ্বনি
ধ্বনিগুলো চাপা আছে হীরের যেন খনি
হীরের চেয়ে মূল্য ভাষার সারা দেহে বোনা
বাংলা আমার মানিক যেন খাটি ক্যারেট সোনা।
বুলেট দিয়ে বাংলা আমার রক্ত দিয়ে কেনা
হিংস্রতারা তাই কখনও ছুঁতে তো পারবে না।
পৃথিবীটা দেখলো- কেমন, ভালোবাসি মাকে
রক্ত দিয়ে বর্ণ কিনে বাংলা ভাষায় ডাকে।