নামায যখন আদায় করি হিসাব করি টাকা
মনে মনে কত্ত ছবি হয় যে মনে আঁকা।
মনের আঁকায় দুনিয়াটা হয় যে নিরেট ছোটো,
এমন নামায আদায় করলে হবে না ভাই, ওঠো।

নামায যখন আদায় করি খুব হয়ে যায় তাড়া
অন্যকাজের জন্য আবার যায় না মোটে পারা।
সিজদাহ দেয়া এক পলকে এক পলকে ওঠা
নামায তো নয় বল্গা হরিণ, ঘোড়ার পিঠে ছোটা।