সত্যকে হারিয়ে অসত্যের উন্মাদনা!
লজ্জাজনক অসভ্যতার কাছে পরাজিত পৃথিবী!
বিশ্বাসের লিটমাস ক্রমাগত পরিবর্তন হচ্ছে
হয় ভালো
নয়তো অনাগত ঐতিহাসিক বিষয়ের বাস্তবতা
আমূল উল্টিয়ে যায় কিসের ইংগিতে!
আমার বদান্যতায় আমি কেবল খুশি
আমার বিরহে আমিই কেবল পাপী
আমার আনন্দ ভাগ হয়ে যায় আমার নিজস্ব অস্তিত্বে
তাই ওদের কথা আমার অন্তরে
সাইরেন হয়ে উড়ে যায় শ্বেত কনিকায়, হিমোগ্লোবিন শূন্য আমার আত্মায় জাগে শূন্যতার খেলা
আমাকে আমার মতো
পুরনো বাক্সে ভরে দাও
নয়লে আমি ঢুকে যাবো ওই
প্রাচীন গুহার স্যাঁতস্যাঁতে ঠিকানায়
এখানে আমার সরলতা
দেখলে ওদের আয়ুর দরজা ফুলে ওঠে
আমি শেকলাবদ্ধ হয়ে যাই ভয়ংকর ভৌতিক শব্দে