ডানাভাঙা খাঁচার পাখি কাজল কেশ
মুক্তি নিয়ে উড়েই গেলো নিরুদ্দেশ।
শিকারী তার পিছু হটে ছুড়লো তীর
পাখি বাদে গাছপালা সব হয় চৌচির।
মুক্ত পাখি আকাশপথে মেলায় চোখ
হতাশ হয়ে শিকারী সে ফেলছে ঢোক!
স্বাধীন হওয়া পাখির ভালো বেজায় মন
বিজিত তার আখি জুগল বিচক্ষণ।