তোমার সাথে হলো না আমার
কখনও মতের মিল!
নয় তোমার দিকে থাকলে বলো নয়
আমি বলি ছয়
এভাবে বেড়ে যায় অমতের মতভেদ
কখনও কি তা শোধরায়?
আমি বলি বিষন্ন দুপুর
তুমি বলো রোদ
মত অমতের চালাচালিতে
হয়ে ওঠে অবরোধ।
কিন্তু-
রাতকে তোমার কথায় আমি
দিন ভাবতে পারিনা
তাই-
মিস হয়ে যাচ্ছে, তোমার আর আমার একত্র হওয়ার সুযোগ!