শেয়াল ভাবে, হাটে
মোরগ খাবে চিন্তা এলে গালে-জিভে চাটে।
একদিন কী হলো জানো-
শুনলে এদিক কানটা টানো-
কত্তদিনের স্বপ্নপূরণ হতে চলেছে-
শেয়াল বলেছে।
সোজা গেলো শেয়াল গাঁয়ে
মুরগী ঘরের পাশে
বারান্দাতে একটা বুড়ো
খকরখকর কাশে।
শেয়াল ধরলো ঠ্যাং
উঠলো ডেকে ব্যাঙ
ব্যাঙের মতো ডাকলো বুড়োর
লম্বা দুটো নাক
শেয়াল ভয়ে ছাড়লো মোরগ
আজকে না হয় থাক-
দিলো একটা দৌড়
হয়ে গেলো ভোর
ভয়ের চোটে মোরগ খাওয়া
হলো না তো ওর!