বৃষ্টি এলে মনে পড়ে
কী যে পড়ে! কী যে পড়ে!
কাঁদা মাখার গান
কোন নদীতে তুফান ওঠে
কোন নদীতে বান!
মনে পড়ে মনে পড়ে
মনটা তখন কেমন করে
চিন্তাটা হয় ভার
কেমন করে রঙিন দিনের
সময় হলো পার!
বৃষ্টি এলে মনে পড়ে
কচুপাতার জল
কল্পনাতে দস্যি হয়ে
খেলতে থাকি বল!