রোজাদার তুমি ভাইয়ের ঘাড়ে করছো যে আঘাত
হাসপাতালে ছটফট করে ঘুমহীন যায় রাত
ভাই রোজাদার কেমনে ওঠাও নিষ্ঠুরতার হাত
দ্বন্দ্ব ফ্যাসাদ ভুলে এবার মেলাও দুটি হাত।
তবেই পাবে প্রিয় নবীজির সাথে মোলাকাত।
মেলাও দুটি হাত।

জায়গা জমি খুব দরকার আছে আরও চাই
লিফ্টে ওঠা বাড়ি করছো কোথায় তোমার ভাই।
ভাই কেঁদে যায় হাসপাতালে একই মায়ের জাত।।